ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

ড. ইউনূসকে লাল গালিচায় সংবর্ধনা দিলো চীন

প্রকাশিত: ২০:২০, ২৬ মার্চ ২০২৫; আপডেট: ২০:২১, ২৬ মার্চ ২০২৫

ড. ইউনূসকে লাল গালিচায় সংবর্ধনা দিলো চীন

ছবি: সংগৃহীত।

চারদিনের রাষ্ট্রীয় সফরে চীন পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। চীনে পৌঁছানোর পর তাকে লাল গালিচায় সংবর্ধনা দেওয়া হয়।

আজ বুধবার বাংলাদেশ সময় বিকেল সোয়া ৪টার দিকে তিনি হাইনান পৌঁছান।

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, চীনে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম এবং হাইনান প্রদেশের ভাইস-গভর্নর বিমানবন্দরে তাকে আন্তরিকভাবে স্বাগত জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২৮ মার্চ বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন ড. ইউনূস।

২৭ মার্চ প্রধান উপদেষ্টা বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) অ্যানুয়াল কনফারেন্সের উদ্বোধনী অধিবেশনে অংশগ্রহণ করবেন এবং ভাষণ দেবেন। এরপর, প্রধান উপদেষ্টা চীনের স্টেট কাউন্সিলের নির্বাহী ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।

ড. ইউনূস ২৯ মার্চ সকালে পিকিং বিশ্ববিদ্যালয়ে একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন এবং সেদিন রাতে বাংলাদেশের উদ্দেশে রওনা করবেন।

প্রধান উপদেষ্টার বেইজিং সফরের মধ্যে ছয় থেকে আটটি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া, এই সফরের মাধ্যমে চীন বাংলাদেশের জন্য এক থেকে দুই বিলিয়ন ডলার ঋণ সহায়তা প্রদানসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করবে। এর মধ্যে মোংলা বন্দরের আধুনিকীকরণ প্রকল্পের জন্যও অর্থায়নের ঘোষণা আসবে।

নুসরাত

×