ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

রাবিতে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত

রাবি সংবাদদাতা

প্রকাশিত: ১৯:৩২, ২৬ মার্চ ২০২৫; আপডেট: ১৯:৩৪, ২৬ মার্চ ২০২৫

রাবিতে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে  (রাবিতে) আজ যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২৬ মার্চ) জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা, শহীদ পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সাথে শুভেচ্ছা বিনিময়সহ বিভিন্ন কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

এদিন ভোরে সূর্যোদয়ের সাথে সাথে শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনসহ অন্যান্য ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সকাল ৯টায় শহীদ মিনারে ও সকাল ১০টায় গণকবরে (বধ্যভূমিতে) পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এসময় উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব, উপ-উপাচার্যদ্বয়, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র-উপদেষ্টা, জনসংযোগ দপ্তরের প্রশাসক, অনুষদ অধিকর্তা, হল প্রাধ্যক্ষ ও প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়াও সকাল সাড়ে ৯টায় প্রভাতফেরি শেষে হল, বিভাগ, ইনস্টিটিউট, শিক্ষক সমিতিসহ অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

দিবসটি উপলক্ষে বেলা সাড়ে ১০টায় নিজ নিজ কার্যালয়ে অফিসার সমিতি, সহায়ক কর্মচারী সমিতি, সাধারণ কর্মচারী ইউনিয়ন ও পরিবহন টেকনিক্যাল কর্মচারী সমিতির আলোচনা সভা; বাদ আসর কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ মোনাজাত এবং সন্ধ্যায় কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। এদিন শহীদ স্মৃতি সংগ্রহশালা সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দর্শকদের জন্য খোলা ছিল।

পরে বিকেল ৩টায় শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দীন খানের সভাপতিত্বে রাবির শহীদ পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব, তাঁর বক্তব্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধ সম্পর্কে বীর মুক্তিযোদ্ধাদের বক্তব্য ও অভিজ্ঞতা ওরাল হিস্ট্রি আকারে আর্কাইভসে সংরক্ষণের প্রকল্প গ্রহণের আকাঙ্ক্ষা প্রকাশ করেন।

সভায় বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন। এ সময় ছাত্র-উপদেষ্টা আমিরুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মু. শামসুল আলম, বীরপ্রতীক, মো. ফজলুল হক, আবুল কালাম আজাদ, মো. গোলাম মোস্তফা, মো. গোলাম কিবরিয়া, মো. আবুল কালাম আজাদ, খন্দকার মো. নুরুন্নবী প্রমুখ মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।

এ ছাড়াও অনুষ্ঠানে অন্যদের মধ্যে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইখতিখারুল আলম মাসউদ, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, অনুষদ অধিকর্তা, হল প্রাধ্যক্ষ ও প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রাক্কালে ২৫ মার্চ সন্ধ্যা সাড়ে ৭ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে উপাচার্যসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন। এছাড়া রাত সাড়ে ১০ টা ১ মিনিট ব্ল্যাক আউট কর্মসূচি করা হয়।

মুমু

×