ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

‘‘ঈদের বাজেট কত’ এটা কোনো প্রশ্ন হতে পারে না’

প্রকাশিত: ১৯:৩০, ২৬ মার্চ ২০২৫; আপডেট: ১৯:৩১, ২৬ মার্চ ২০২৫

‘‘ঈদের বাজেট কত’ এটা কোনো প্রশ্ন হতে পারে না’

ছবি: সংগৃহীত

'আপনার এই ঈদের বাজেট কত' আমার কাছে মনে হয়, এটা প্রশ্ন হতে পারে না বলে মন্তব্য করেছেন ঈদ উপলক্ষে কেনাকাটা করতে আসা এক তরুণী।

আজ বুধবার (২৬ মার্চ) গণমাধ্যমে সাক্ষাতকার দেওয়ার সময় এমন মন্তব্য করেছেন তিনি।

ওই তরুণী আরও বলেন, এখন খুব ভাইরালের সিজন, সবাই ভাইরাল হয়ে যায়। একজন কিছু একটা বললে সেটাকে নিয়ে মানুষ হাসি-ঠাট্টা করে।

ঈদের বাজেট নিয়ে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, 'আপনারা যেভাবে প্রচার করেন, ওটা সবাই দেখে, আমরাও দেখি। আপনাদের সংবাদটা সবার কাছে রিচ আউট হয়। কিন্তু আমরা ওই ধরনের প্রশ্নে কেন যাব, প্রশ্নের উত্তরটাও বা কেন দেব।'

তিনি আরও জানান, ঈদ যেহেতু বছরে একটা এক্সাইটমেন্টের বিষয়, প্রশ্নগুলোও হওয়া উচিত ডিফারেন্ট। কোন রং ভালো লাগে, কীভাবে ঈদ পালন করবেন এগুলো হবে প্রশ্ন। বাজেট নিয়ে বা দোকানে কেমন দাম হচ্ছে- এসব নিয়ে প্রশ্ন করা একদমই ঠিক না।

দামের ব্যাপারে তিনি বলেন, 'যদি দাম বলতে পারতাম, তাহলে তো আমি দোকানদারই হতাম, ক্রেতা হতাম না। তাই আমার কাছে মনে হয়, এই ধরনের প্রশ্নগুলো খুব হার্টফুল।'

 

সূত্র: https://www.youtube.com/watch?v=jDoXN0ORifE

রাকিব

×