ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

বাঞ্ছারামপুর প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সোহাইল আহমেদ, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবা‌ড়িয়া

প্রকাশিত: ১৯:১৮, ২৬ মার্চ ২০২৫

বাঞ্ছারামপুর প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ মার্চ) বিকেলে বিসমিল্লাহ রেস্টুরেন্টে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি মোল্লা মো. নাসির আহমেদ এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. শামীম শিবলী।

ইফতার মাহফিলে প্রেসক্লাবের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, মোশারফ হোসেন রিপন, শাহ-রাহাত আলী কলেজের সহকারী অধ্যাপক সিদ্দিকুর রহমান, অ্যাডভোকেট রবিউল ইসলাম, ইসলামী ব্যাংকের ইউনিট অফিসার আল নোমান, আলহাজ্ব কাজী মোহাম্মদ আলী লিটন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রোজা আত্মশুদ্ধির মাস, যা মানুষের ধৈর্য, সংযম সহমর্মিতা বাড়ায়। পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সত্য ন্যায়ের পথে থাকার আহ্বান জানান।

রে ইফতারের আগে দেশ জাতির কল্যাণে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা কাজী বিল্লাল হোসাইন।

 

 

মেহেদী হাসান

×