ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

মেট্রোরেলের আদলে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে কমিউটার ট্রেন উদ্বোধন

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:০০, ২৬ মার্চ ২০২৫

মেট্রোরেলের আদলে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে কমিউটার ট্রেন উদ্বোধন

ছবিঃ সংগৃহীত

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে রেলপথে যাত্রীদের অতিরিক্ত চাপ সামলাতে এবং সেবার মান বাড়াতে মেট্রোরেলের আদলে অত্যাধুনিক কমিউটার ট্রেন সার্ভিস চালু করা হয়েছে। মহান স্বাধীনতা দিবসে বুধবার দুপুরে কমিউটার ট্রেনের যাত্রার উদ্বোধন করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এর আগে ট্রেনটি ২৬ মার্চ সকাল ১১ টায় ঢাকা থেকে ছেড়ে ১১ টা ৫০ মিনিটে নারায়ণগঞ্জ পৌঁছায় এবং পরবর্তীতে যাত্রী নিয়ে নারায়ণগঞ্জ ত্যাগ করে।

এ নিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ রেলরুটে মোট ১৬ জোড়া ট্রেন চলাচলা করবে। পদ্মা সেতু রেল সংযোগ সড়কের নির্মাণ কাজ করার জন্য ২০২২ সালের ৬ ডিসেম্বর ঢাকা- নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল তিন মাসের জন্য বন্ধ ঘোষণা করেছিল রেলপথ মন্ত্রানালয়। তিন মাসের জন্য বন্ধ ঘোষণা করা হলে এটি বন্ধ ছিলো প্রায় ৯ মাস। পরে ২০২৩ সালের আগষ্ট মাসে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে পুণরায় ট্রেন চালু করা হলেও ১৬ জোড়া ট্রেন থেকে কমিয়ে আট জোড়ায় নিয়ে আসা হয়। ফলে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে যাত্রীদের বেশী টাকা খরচ করে বাসে যাতায়ত করতে হতো। নতুন করে আরো আট জোড়া ট্রেন সংযুক্ত হওয়ায় নারায়ণগঞ্জবাসির দুর্ভোগ লাগব হবে।  

জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ-ঢাকা রুটে নতুন করে আট জোড়া ট্রেন সংযুক্ত হলো। প্রতিদিন ১৬ জোড়া ট্রেন যাত্রী পরিবহন করবে। এই উদ্যোগ নারায়ণগঞ্জবাসীর জন্য দ্রুত, নিরাপদ ও আরামদায়ক  যাতায়ত  নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি, নারায়ণগঞ্জ ও ঢাকার মধ্যে যাত্রীদের যাতায়ত আরও সহজ করবে। মেট্রোরেলের আদলে তৈরি এসব ট্রেন আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন হবে এবং উন্নত সেবার মানদন্ড বজায় রাখবে। তিনি আরো বলেন, আগের ট্টেনের সাথে কমপেয়ার করলে দেখা যাবে আগে যেমন ৮টি বগি ছিল এখন ১১টি বগি। ৩৮২ জন যাত্রী নিতে পারতো সেখানে এখন ৫৯২ জন যাত্রী সিটে বসিয়ে নিতে পারবে। এই ট্রেনটি এক সাথে ১১৭৬ জন যাত্রী একসাথে বহন করতে পারবে। আরেকটি বিষয় এটি আমাদের দেশে মেট্রোরেল আদলে তৈরি ট্রেন যা জনগণের যানজটের ভোগান্তি থেকে রেহাই দিতে পারবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফুয়াদ হোসেন আনন্দ, নারায়ণগঞ্জ জেলা জামায়াত সাবেক আমীর মঈনুদ্দিন, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুসহ রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তারা

মুমু

×