ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

নিজ এলাকায় শিশু-কিশোরদের সাথে স্লোগান দিলেন সারজিস

প্রকাশিত: ১৮:২৬, ২৬ মার্চ ২০২৫

নিজ এলাকায় শিশু-কিশোরদের সাথে স্লোগান দিলেন সারজিস

ছবিঃ সংগৃহীত

সম্প্রতি, এনসিপি-র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, সারজিস আলম তার নিজ এলাকা পঞ্চগড়ে শিশু-কিশোরদের নিয়ে স্লোগান দিয়েছেন। 

ভিডিওতে দেখা গেছে, সারজিস আলম শিশু-কিশোরদের নিয়ে স্লোগান দিচ্ছেন। স্লোগান ছিলো এমন,

“বাংলাদেশের দল কী? এনসিপি-এনসিপি,
আরিফ-সুমাইয়ার দল কী? এনসিপি-এনসিপি,
চাচা-চাচির দল কী? এনসিপি-এনসিপি,
ভাই-বোনের দল কী? এনসিপি-এনসিপি,
আটোয়ারির দল কী? এনসিপি-এনসিপি,
পঞ্চগড়ের দল কী? এনসিপি-এনসিপি।”

শিশু-কিশোররা উচ্ছ্বাসের সহিত সারজিসের সাথে স্লোগানে গলা মেলাতে দেখা যায় ভিডিওতে।

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/v/1Zp8CgvjZE/

মারিয়া

×