
ছবি: সংগৃহীত
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (২৬ মার্চ) সকাল ১০:৩০মিনিটে মাওলাগঞ্জ বাজার অডিটোরিয়ামে এ সংবর্ধনা প্রদান করা হয়।
এর আগে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন, কুচকাওয়াজ প্রদর্শন ও বীরমুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানানোসহ নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালন করে বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসন। পরে মাওলাগঞ্জ বাজার অডিটোরিয়ামে সংবর্ধনা প্রদান করে বীর মুক্তিযোদ্ধাদেরকে স্বাধীনতার সূর্যসন্তান হিসেবে আখ্যায়িত করে বক্তব্য রাখা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস আরা ও সহকারী কমিশনার (ভূমি) মো: নজরুল ইসলাম, অফিসার ইনচার্জ মোরশেদুল আলম চৌধুরী, মৎস্য কর্মকর্তা সাঈদা ইসলাম কৃষি অফিসার নাসির উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা জালালুদ্দিন, সমবায় কর্মকর্তা সাবিহা সুলতানা, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম ফারুক, মহিলা বিষয়ক কর্মকর্তা রাবিয়া সুলতানা ইভা।
এছাড়াও উপস্থিত ছিলেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ কাদির, বীর মুক্তিযোদ্ধা মো: শরিফুল ইসলাম মাস্টার, বীর মুক্তিযোদ্ধা গোলাম ইসহাক,বীর মুক্তিযোদ্ধা কামরুল হাসান জিতু, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ ও বাঞ্ছাামপুর প্রেসক্লাব সভাপতি মোল্লা মো: নাসির আহমেদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: শামীম শিবলী উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।
সোহাইল আহমেদ/মেহেদী হাসান