
ছবি: সংগৃহীত
এমআরটি লাইন-১ প্রকল্পের জন্য রাজধানীর বিভিন্ন এলাকায় ভূগর্ভস্থ গ্যাস পাইপলাইন অপসারণ করতে বৃহস্পতিবার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস বুধবার এক বার্তায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা নিকুঞ্জ-১, নিকুঞ্জ-২, খিলক্ষেত, কনকর্ড সিটি (নদীর পাড় পর্যন্ত), নামাপাড়া ও এর আশপাশের এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া, ওই সময় আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপও থাকতে পারে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।
শিহাব