
ছবি: সংগৃহীত
দুইবার সাফজয়ী নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা রাঙ্গামাটিতে বাড়ি নির্মাণের প্রতিশ্রুতি পাওয়ার দুই বছর পর শুরু হয় নির্মাণ কাজ। তবে এবার বাড়ি নির্মাণে তার কাছে দাবি করা হয়েছে চাঁদা। এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন তিনি।
২০২২ সালে প্রথম সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর জেলা প্রশাসনের কাছ থেকে বাড়ি ও বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণসহ অনেক কিছুই প্রতিশ্রুতি পান ঋতুপর্ণা। তবে সেইসব প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য কাজ শুরু হয়েছে ২০২৪ সালে দ্বিতীয় সাফ জেতার পর।
বাড়ি নির্মাণের জন্য রাঙ্গামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে কাউখালি উপজেলায় ঘাগড়া ইউনিয়নে ১২ শতক খাস জমি বরাদ্দ দেওয়া হয় তাকে। তবে ঋতুপর্ণা চাকমা অভিযোগ জানিয়েছেন, সম্প্রতি সেই বাড়ি নির্মাণ করতে গেলে আসছে বাধা, দাবি করা হচ্ছে চাঁদা ও ক্ষতিপূরণ।
মূল অভিযোগ, বাড়ি নির্মাণের জন্য জেলা প্রশাসন ঋতুপর্ণাকে যে জায়গাটি বরাদ্দ দিয়েছে, সেই একই জায়গা বন্দোবস্তের জন্য আবেদন করেছে উপজাতি কাঠ ব্যবসায়ী সমিতি।
সমিতির সভাপতি সুভাস চাকমা বলছেন, জায়গাটি তাদের দখলে আছে, তবে ঋতুপণ্যার ঘর নির্মাণে কোন বাধা দেওয়া হয়নি। কেউ যদি সমিতির নাম বলে টাকা দাবি করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দেন এই ব্যবসায়ী নেতা।
তবে এসব অভিযোগ ঘিরে রয়েছে কাঠ ব্যবসায়ী অর্জুন মনি চাকমার নাম। তার দাবি, সমিতির ওই জায়গাটি রক্ষণাবেক্ষণের জন্য যে ৭ লাখ টাকা খরচ হয়েছিল, সেটিই দাবি করা হয়।
তবে জেলা প্রশাসক বলছেন, সরকারি খাস জমির মালিক সরকার, যার বন্দোবস্তও দিতে পারে সরকার। এটি দ্রুত সমাধানে উপজেলা প্রশাসন কাজ করছে।
সূত্র: https://www.youtube.com/watch?v=1T_oAOqVvgg
রাকিব