ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

রাজশাহীতে ঢাবির সাবেক শিক্ষার্থীদের ইফতার ও মিলনমেলা অনুষ্ঠিত 

রাবি সংবাদদাতা

প্রকাশিত: ১৬:৫০, ২৬ মার্চ ২০২৫

রাজশাহীতে ঢাবির সাবেক শিক্ষার্থীদের ইফতার ও মিলনমেলা অনুষ্ঠিত 

ছবি: সংগৃহীত

রাজশাহী নগরীর পদ্মাপাড়ের সীমান্তে অবকাশ রিসোর্টে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক শিক্ষার্থীদের ইফতার মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।প্রাণদনামের সংগঠনের আয়োজনে এই অনুষ্ঠানে দুই শতাধিক সাবেক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এই আয়োজনের মাধ্যমে সাবেক সহপাঠীদের মধ্যে আত্মীয়তা পেশাগত সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেছেন অংশগ্রহণকারীরা।

 

ইফতার-পূর্ব আলোচনায় অংশগ্রহণকারীরা ঢাবির স্মৃতিচারণ করেন এবং সংগঠনের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন। ইফতার শেষে সংগঠনের নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়। রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর কালাচাঁদ শীলের নেতৃত্বে প্রাথমিকভাবে একটি কার্যনির্বাহী দল গঠন করা হয়েছে। 

 

অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান সাবেক শিক্ষক, বিভিন্ন কলেজের শিক্ষক, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, ব্যাংকার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা শিগগিরইপ্রাণদ’-এর পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং রাজশাহী বিভাগীয় সম্মেলন আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন। 

 

উল্লেখ্য, ঢাবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে গঠিতপ্রাণদসংগঠনটি গত এক দশক ধরে রাজশাহী বিভাগের সাবেক শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ সম্প্রীতি বাড়ানোর কাজ করে আসছে।

 

লুবনা শারমিন/মেহেদী হাসান

×