ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

ভালোভাবে সংস্কারের মধ্য দিয়ে ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব: রুহিন হোসেন

প্রকাশিত: ১৫:৪৮, ২৬ মার্চ ২০২৫; আপডেট: ১৫:৫৫, ২৬ মার্চ ২০২৫

ভালোভাবে সংস্কারের মধ্য দিয়ে ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব: রুহিন হোসেন

ছবি: সংগৃহীত

দ্রুত সংস্কারের মধ্য দিয়ে ডিসেম্বরে নির্বাচন সম্ভব বলেছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি(সিপিবি) এর কেন্দ্রীয় সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

মহান ২৬ মে মার্চে জাতীয় স্মৃতিসৌধে দাঁড়িয়ে সংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, প্রতিবার স্মৃতিসৌধে দাঁড়িয়ে আমরা অঙ্গীকার করি মুক্তিযোদ্ধাদের স্বপ্নের বাংলাদেশ তৈরির কিন্তু আমরা দেখেছি স্বাধীনতার ৫৪ বছরেও মুক্তিযুদ্ধের অন্যতম স্বপ্ন,গণতন্ত্রের আকাঙ্ক্ষা এবং বৈষম্য মুক্তির আকাঙ্ক্ষা অর্জিত হয়নি।

তিনি সাংবাদিকদের আরও বলেন ৫৪ বছরের ইতিহাসে শাসকেরা আমাদের এটি উপহার দিতে পারে নাই। সুতরাং জনগণ এখনও বিক্ষুব্ধ হয়ে আছে। সম্প্রতি আমরা দেখতে পেলাম -মক্তিযুদ্ধের অধিকার বাস্তবায়ন হয়নি বলেই আমাদের ২৪-এ একটি গণঅভ্যুত্থান করতে হলো,কিন্তু গণঅভ্যুত্থানের সাড়ে সাত মাস পরে এসে দেখছি এই গণঅভ্যুত্থানে নানা উগ্র শক্তির আর্বিভাব ছিল। তারা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস,ঐতিহ্যের প্রতি আক্রমণ শুরু করলো। যা মুক্তিযুদ্ধ এবং ২৪ এর গণঅভ্যুত্থানের সম্পূর্ণ পরিপন্থী ”।

এছাড়াও তিনি বর্তমান সরকারকে উদ্দেশ্য করে বলেন যে, এই সরকার মুক্তিযুদ্ধের পক্ষের কথা বলেন। সুতরাং সরকারকে দ্রুত মক্তিযুদ্ধ বিরোধী উগ্র শক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। মুক্তিযেুদ্ধের ওপর যে আঘাত  সেটি তারা মোকাবেলা করবে এবং একই সাথে,গণতন্ত্র এবং বৈষম্যমুক্ত সমাজ গড়ার অঙ্গিকার করবে।

তিনি বলেন, যেহেতু তারা অন্তর্বর্তী সরকার তাদের থেকে তেমন কিছু আশা নেই। তাই দ্রুত সময়ে তারা যেন নির্বাচন দিয়ে নতুন কোন সরকারকে মুক্তিযুদ্ধের চেতনা এবং ২৪ এর ছাত্র গণঅভ্যুত্থান টিকিয়ে রাখতে সাহায্য করে।

এছাড়াও তিনি বর্তমান সরকারকে নির্বাচনি সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা এবং প্রয়োজনীয় সকল সংস্কার নিশ্চিত করতে বলেন। বিশেষ করে নির্বাচন ব্যবস্থার আমূল পরিবর্তনের  জন্য সংস্কারের কথা তিনি তুলে ধরেন। তিনি বলেন আলোচনার এজেন্ডায় এটি না এসে সংবিধান নতুন করে লেখার আলোচনা আসছে এবং নতুন সংবিধান লেখার সংস্করণে অন্তর্ববর্তী সরকার মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করেছে।

তিনি বলেন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কোন শক্তি দাঁড়ালে আমরা তা রুখে দিবো। এছাড়াও যারা, ৪৭ এবং ৭১ কে বাদ দিয়ে ২৪ গণঅভ্যুত্থানকে সামনে টেনে আনবে মুক্তিযুদ্ধের ইতিহাসকে অস্বীকার করবে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। বাংলাদেশ সমহীমায়,সগৌরবে মাথা উঁচু করে দাঁড়াবে আমরা এটিই আশা করি।

সবশেষে তিনি সাংবাদিকদের বলেন, একটি ভাল নির্বাচনের জন্য সংস্কর প্রয়োজন এবং বর্তমান সরকারকে কালক্ষেপন না করে দ্রুত নির্বাচনি প্রস্তাবনা উপস্থাপন করা উচিত এবং এর মাধ্যমে আগামী ২ মাসের ভিতর নির্বাচন দেয়া সম্ভব হবে বলে মনে করেন।

 

মেহেদী হাসান

×