ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

মুক্তিযোদ্ধাদের ঋণ কখনও শোধ করা সম্ভব নয়: জেলা প্রশাসক শারমিন

শরিফুল ইসলাম, নড়াইল

প্রকাশিত: ১৫:৩৩, ২৬ মার্চ ২০২৫

মুক্তিযোদ্ধাদের ঋণ কখনও শোধ করা সম্ভব নয়: জেলা প্রশাসক শারমিন

ছবিঃ সংগৃহীত

নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেছেন, মুক্তিযোদ্ধাদের ঋণ কখনোই শোধ করা সম্ভব নয়। আমরা যাতে স্বাধীনভাবে কথা বলতে এবং চিন্তা করতে পারি, এমন একটি বাংলাদেশই আপনারা চেয়েছিলেন। এরই ধারাবাহিকতায়, আমরা যে মাথা নোয়াবার জাতি নই, তা জুলাই-আগস্টে আবারও প্রমাণিত হয়েছে।

বুধবার (২৬ মার্চ) নড়াইল জেলা প্রশাসন আয়োজিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এদিন জেলা প্রশাসকের বক্তব্যের আগে এক মুক্তিযোদ্ধা তার বক্তব্যে মুক্তিযোদ্ধা ভাতা বৃদ্ধির দাবি তোলেন। পরে জেলা প্রশাসক তাকে আশ্বস্ত করেন যে, বিষয়টি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হবে।

জেলা প্রশাসক তার বক্তব্যে মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই বিপ্লবে প্রাণ উৎসর্গ করা শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে, তাদের মাগফিরাত কামনা করেন।

অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর বলেন, "পৃথিবীর খুব কম জাতিই যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ তাদের মধ্যে অন্যতম। অনেক মুক্তিযোদ্ধা বয়সের কারণে আজ দুর্বল হয়ে পড়েছেন, কিন্তু তাদের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নটি আজও আমরা ধারণ করে চলেছি। সেই স্বপ্ন বাস্তবায়িত করতে জুলাই-আগস্টের আন্দোলনকারী তরুণরা পথ দেখিয়ে গেছে। আপনারা যে বাংলাদেশ চেয়েছিলেন, সেই স্বপ্নে দেশ গড়তে তারা তাদের জীবন বিসর্জন দিয়েছেন।"

সংবর্ধনা অনুষ্ঠানে নড়াইল জেলার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ এবং নড়াইল জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব শাফায়াত উল্লাহ।

মারিয়া

×