ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

নির্বাচনের আগেই সংস্কারের সনদ তৈরি করতে হবে: জোনায়েদ সাকি

প্রকাশিত: ১৫:০৫, ২৬ মার্চ ২০২৫

নির্বাচনের আগেই সংস্কারের সনদ তৈরি করতে হবে: জোনায়েদ সাকি

ছবিঃ সংগৃহীত

সংস্কারের প্রসঙ্গে জোনায়েদ সাকি এক বক্তব্যে জোর দিয়ে বলেন যে, "নির্বাচনের আগেই সংস্কারের সনদ প্রস্তুত করতে হবে, এবং সেই সনদ অনুযায়ী একটি সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন হতে হবে, যাতে জনগণের ম্যান্ডেট নিয়ে ভবিষ্যতে সংবিধানে সংস্কার আনা সম্ভব হয়।"

তিনি আরো বলেন, "সংস্কারের অনেক বিষয় নির্বাচনের আগে নির্বাহী আদেশে করা সম্ভব, তবে মৌলিক কাঠামোগত এবং সাংবিধানিক পরিবর্তন শুধুমাত্র নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে করা সম্ভব।" তিনি আরও বলেন, "প্রতিটি রাজনৈতিক পক্ষের একমত হওয়া উচিত এবং ঐক্যবদ্ধভাবে জাতীয় সনদ সামনে নিয়ে আসা উচিত, যাতে জনগণের সমর্থন নিয়ে সংবিধান পরিবর্তন করা যায়।"

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে যে স্বপ্নের উন্মেষ হয়েছিল, সেই স্বপ্নকে সামনে নিয়ে আসার সুযোগ তৈরি হয়েছে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে। দেশের প্রতি মানুষের বিশ্বাস এবং আশা নতুন করে জেগে উঠেছে, যেখানে সকল নাগরিকের জন্য সমান সুযোগ, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায়বিচারের প্রতিষ্ঠা নিশ্চিত করার অঙ্গীকার ছিলো। তবে, স্বাধীনতার ৫৪ বছরেও তা পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। এই গণঅভ্যুত্থান একবারে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ৭১-এর চেতনাকে নতুন করে সামনে এনেছে বলে তিনি মন্তব্য করেন।

দেশের বিভিন্ন শ্রেণির মানুষ, যারা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন, তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশে একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে। এই আন্দোলনের মাধ্যমে বর্তমান সময়ের অন্যতম লক্ষ্য হলো একটি জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যেখানে সকল নাগরিকের অধিকার নিশ্চিত হবে। রাজনৈতিক দলসমূহ এবং জনগণের মধ্যে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে, বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের গুরুত্ব তুলে ধরেন তিনি। 

এমতাবস্থায়, বাংলাদেশের জনগণের জন্য একটি উন্নত, ন্যায্য এবং বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে প্রয়োজন রাজনৈতিক ঐক্য এবং শক্তিশালী গণতান্ত্রিক কার্যক্রম।

তথ্যসূত্রঃ https://youtu.be/1GJFQbB7j9I?si=TetlEO-jBxwgYwn1

মারিয়া

×