
ছবিঃ সংগৃহীত
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ২৬ মার্চ ২০২৫, ঢাকা ত্যাগ করে চীনের উদ্দেশে চার দিনের সফরে রওনা হয়েছেন। তিনি চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে দুপুর ১টার দিকে ঢাকা ত্যাগ করেন।
সফরের সময়, ২৭ মার্চ তিনি হাইনান প্রদেশে আয়োজিত বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) সম্মেলনে অংশগ্রহণ করবেন এবং উদ্বোধনী সেশনে বক্তৃতা দেবেন। এছাড়া, তিনি চীনের এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার দিং ঝুঝিয়াংয়ের সঙ্গে একটি বৈঠক করতে পারেন।
২৮ মার্চ বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ বৈঠক করবেন। পরে তিনি হুয়াওয়ের উচ্চ-প্রযুক্তিসম্পন্ন এন্টারপ্রাইজ পরিদর্শন করবেন এবং ২৯ মার্চ পিকিং বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করবেন। এই সফরে কয়েকটি সমঝোতা স্মারক সই এবং চীন থেকে বাংলাদেশকে ঋণ সহায়তা ও প্রকল্প অর্থায়নের ঘোষণা আসতে পারে।
তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/1A5nMDZJDB/
মারিয়া