ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

নতুন রাজনৈতিক দলের আর্থিক সংকলনের বিষয়ে সদুত্তর পাইনি : নাসির উদ্দীন

প্রকাশিত: ১৩:৫৪, ২৬ মার্চ ২০২৫; আপডেট: ১৪:১২, ২৬ মার্চ ২০২৫

নতুন রাজনৈতিক দলের আর্থিক সংকলনের বিষয়ে সদুত্তর পাইনি : নাসির উদ্দীন

ছবিঃ সংগৃহীত

স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির। তিনি বলেন, "নতুন রাজনৈতিক দল গঠনের পর আমরা তাদের আর্থিক সংকলনের বিষয়ে প্রশ্ন তুলেছিলাম, কিন্তু এখনো পর্যন্ত কোনও সদুত্তর পাইনি। বরং, সাম্প্রতিক দিনগুলোতে রাজনৈতিক অঙ্গনে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, তা সাধারণ মানুষকে চরম বিভ্রান্ত করছে।"

নাসির উদ্দীন নাসির আরও উল্লেখ করেন, "নতুন প্রজন্মের মধ্যে যে গণঅভ্যুত্থান সৃষ্টি হয়েছে, তা দেশের জন্য একটি ইতিবাচক রাজনৈতিক শুভসূচনা হিসেবে বিবেচিত হবে, যা বাংলাদেশে সাধারণ শিক্ষার্থীদের জন্য একটি নতুন আশা জাগাবে।"

এছাড়া, তিনি দেশের ভবিষ্যত রাজনৈতিক পরিবেশকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য সকল শিক্ষার্থীর প্রতি আহ্বান জানান এবং স্বাধীনতা দিবসের এই পবিত্র দিনে তাদের প্রতি শুভেচ্ছা জানান।

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/r/16Q9PXtBB1/

মারিয়া

×