
ছবি: সংগৃহীত
বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গতকাল প্রধান উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন, আমরা হতাশ হয়েছি, সেখানে একবারের জন্য স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের নাম উচ্চারণ করা হয় নাই। ৭ই নভেম্বর আমরা জিয়াউর রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশের গণতন্ত্র ফিরে পেয়েছিলাম।
আজ ২৬শে মার্চ (বুধবার) জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে এই মন্তব্য করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, আমরা চাইনা আওয়ামীলীগ যে ইতিহাস বিকৃত করেছে এখন আবার ইতিহাস বিকৃত হোক। আমরা বারবার বলে আসছি স্পষ্ট রোডম্যাপ এবং দ্রুত নির্বাচন না হলে এই সংকট কাটবে না। গত ১৫ বছর সারাদেশের মানুষ গুম খুন হত্যা নির্যাতনের শিকার হয়েছে। জুলাই আন্দোলনের মাধ্যমে আমরা সেই কালো সময় থেকে মুক্তি পেয়েছে। আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকার খুব দ্রুত প্রয়োজনীয় সংস্কারের শেষে জাতীয় নির্বাচনের আয়োজন করবে।
ফারুক