ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

যে কারণে নো রিলিজ নো ট্রিটমেন্ট শাস্তি পেয়েছিলেন জুলাই আন্দোলনে আহত ইমরান!

প্রকাশিত: ১৩:২৯, ২৬ মার্চ ২০২৫; আপডেট: ১৩:২৯, ২৬ মার্চ ২০২৫

যে কারণে নো রিলিজ নো ট্রিটমেন্ট শাস্তি পেয়েছিলেন জুলাই আন্দোলনে আহত ইমরান!

ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনে আহত আব্দুল্লাহ আল ইমরান বলেন, শেখ হাসিনা আমাকে বলে আমাকে আপা বলে সম্বোধন করো। আমি বলি আপনি আমাকে পায়ে গুলি করিয়েছেন, আপনাকে কী করে আপা ডাকি? এ কারণে সে আমাকে নো রিলিজ, নো ট্রিটমেন্ট দিয়ে যায়।

ইমরান বলেন, ১৯ জুলাই যখন গুলিবিদ্ধ হই তখন আমাদের ট্রিটমেন্ট পাওয়ার মতো কোনো অবস্থা ছিল না। কোনো হসপিটাল আমাদের গ্রহণ করছিলনা। প্রায় ২০ টার মতো হসপিটালে যাওয়ার চেষ্টা করি। হসপিটাল কর্তৃপক্ষ আমাদের গ্রহণ করতে পারছেনা এই অপারগতা প্রকাশ করে।

তিনি বলেন, পরে অনেক কষ্টে একটা হসপিটালে অবস্থান নেই। সেখানে ৫ই আগস্ট পর‌্যন্ত আমার চিকিৎসা হয়নি। কারণ ২৬ শে জুলাই তৎকালীন স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে দেখতে আসে। এসে বলে, তোমরা তো আমাদেরই লোক। 

 

ভিডিও লিংক: https://www.facebook.com/watch/?v=551550554625978&rdid=1lcUKjHqoRNvklmE

শিহাব

×