
আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটার তাজুল ইসলাম বলেন, কোন একটি মহল জুলাই আগস্ট এর শহীদ পরিবারকে উসকানি দিচ্ছে। পরিবারগুলো তদন্তের সহযোগিতা না করে দায়ীদের ফাঁসি চাচ্ছেন। ট্রাইবুনালের সামনে কোনো শোডাউন কাম্য নয় বলে মনে করেন তিনি।
তিনি আরো বলেন গতকাল তিনজন শহীদ পরিবারের এসেছেন। তাদেরকে রিকুয়েস্ট (অনুরোধ) করে বাড়ি থেকে এনে তাদের অভিযোগগুলো আমরা গ্রহণ করেছি। এখন তারা আমাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন হয়ত কেউ তাদের উসকানি দিচ্ছেন। শহীদ পরিবার যদি এগিয়ে না আসে তাহলে তদন্ত সময় লাগে। তারা তদন্তে সহযোগিতা না করে ফাঁসি চাচ্ছেন। আর তদন্ত না করতে পারলে চিফ প্রসিডিউটার কিছু করতে পারবেন না।
সাজিদ