
ছবিঃ সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহবায়ক সামান্তা শারমিন একটি বক্তৃতায় বলেছেন, যমুনা ভবনের সামনে অবস্থান কর্মসূচি একটি রাজনৈতিক এক্সপ্রেশন এবং এই এক্সপ্রেশনে কোনো ধরনের বাধা হতে পারে না। তিনি বলেন, "নেক্সট পার্লামেন্টে হবে গণপরিষদ নির্বাচন, এবং এই নির্বাচনের মাধ্যমেই আমরা আমাদের সংবিধান পরিবর্তন করবো।"
সামান্তা শারমিন আরও উল্লেখ করেন, "বাংলাদেশের যে রাজনৈতিক ধারা রাষ্ট্রীয় পরিসরে রয়েছে, আমরা সেটি পরিবর্তন করার দিকে এগিয়ে যাচ্ছি।" তিনি স্পষ্টভাবে জানান, "যদি গণপরিষদ নির্বাচন না হয়, তবে আমরা সকলে মিলে আন্দোলনের মাধ্যমে সেটা আদায় করে ছাড়বো, ইনশাআল্লাহ।"
এমন অবস্থায় গণপরিষদ নির্বাচন প্রক্রিয়া সফলভাবে বাস্তবায়িত না হলে, আন্দোলনের মাধ্যমে এ দাবি আদায় করতে একত্রিত হওয়ার আহ্বান জানান তিনি।
মারিয়া