ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

‍‌‘স্মৃতিসৌধ চত্বরে জয় বাংলা স্লোগান’ অতঃপর যা ঘটলো

প্রকাশিত: ১৩:০৯, ২৬ মার্চ ২০২৫; আপডেট: ১৩:১৬, ২৬ মার্চ ২০২৫

‍‌‘স্মৃতিসৌধ চত্বরে জয় বাংলা স্লোগান’ অতঃপর যা ঘটলো

ছবি: সংগৃহীত

জাতীয় স্মৃতিসৌধ চত্বরে আজ জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে স্লোগান দিতে দিতে একটি ছোট দল ভেতরের দিকে এগিয়ে যাচ্ছিল। কিছুদূর এগিয়ে যেতেই তারা সাধারণ মানুষের তোপের মুখে পড়েন। জয় বাংলা স্লোগান দেওয়া কয়েকজন সাধারণ মানুষের হাতে মার খান। কিছুক্ষণ পর পরিস্থিতির সামাল দিতে পুলিশ আসলে স্লোগান দেওয়া ৩ জনকে গ্রেফতার করে নিয়ে যান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল এই ভিডিওতে দেখা যায় লাল পতাকা হাতে কয়েকজন জয় বাংলা, জয় বঙ্গবন্ধু এবং তুমি কে আমি কে? বাঙালি, বাঙালি বলে স্লোগান দিচ্ছিল। তারা স্মৃতিসৌধের দিকে এগিয়ে যাচ্ছিল তবে কাছে যেতে পারেননি।

ফারুক

×