ঢাকা, বাংলাদেশ   রোববার ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

সেনাবাহিনীকে নিয়ে গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে : খোকন

প্রকাশিত: ১২:৫৯, ২৬ মার্চ ২০২৫; আপডেট: ১৩:০০, ২৬ মার্চ ২০২৫

সেনাবাহিনীকে নিয়ে গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে : খোকন

ছবিঃ সংগৃহীত

ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক (জিএস) ও বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবীর খোকন বলেছেন, সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর জন্য একটি ষড়যন্ত্রকারী মহল গুজব ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য গভীর চক্রান্তে লিপ্ত হয়েছে। তিনি বলেন, দেশ ও জাতি বর্তমানে একটি কঠিন ক্রান্তিকাল অতিক্রম করছে।

খোকন আরও জানান, ২০২৪ সালের ৫ আগস্ট ঐতিহাসিক ছাত্র জনতার অভ্যুত্থানে যে বিজয় অর্জিত হয়েছিল, সে বিজয়কে নস্যাৎ করার জন্য ফ্যাসিস্ট পরাজিত অপশক্তি এবং পাশ্ববর্তী রাষ্ট্রের মদদে কিছু শক্তি অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

তিনি বলেন, ‘‘আগামী দিনের নির্বাচনকে বানচাল করার লক্ষ্যে এ ষড়যন্ত্র চলছে। পতিত স্বৈরাচারী শক্তিকে যারা আশ্রয় প্রশ্রয় দেবে, তাদেরকেও চিহ্নিত করতে হবে’’।

এ ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে খোকন বলেন, দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।

মারিয়া

×