
ছবি: সংগৃহীত।
আগামী ৯০ দিনের মধ্যে বাংলাদেশে বাণিজ্যিকভাবে স্টারলিংক সেবা চালু হওয়ার সম্ভাবনা নিয়ে ইতোমধ্যেই মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এ বিষয়ে আজ (২৬ মার্চ) অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে এক স্ট্যাটাস দেন।
প্রধান উপদেষ্টার ‘স্টারলিংক চালু হলে কোনো সরকার ইন্টারনেট বন্ধ করতে পারবে না’ লেখা ছবিসহ একটি ফটোকার্ড শেয়ার দিয়ে তিনি লেখেন, "স্টারলিংক সেবা চালু হলে দেশের প্রতিটি গ্রাম, দ্বীপাঞ্চল ও দুর্গম পাহাড়ি অঞ্চল উচ্চগতির ইন্টারনেট সেবার আওতায় চলে আসবে। স্টারলিংকের মাধ্যমে স্বল্পমূল্যে উচ্চগতির ইন্টারনেট বাংলাদেশের ডিজিটাল জগতে একটি মাইলফলক হয়ে থাকবে!"
তিনি আরও উল্লেখ করেন, "এতে করে কোনো সরকার জনগণের ইন্টারনেট প্রাপ্তির অধিকারে হস্তক্ষেপ করতে পারবে না।"
উল্লেখ্য, স্টারলিংক হলো ইলন মাস্কের স্পেসএক্স প্রতিষ্ঠানের একটি স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা, যা পৃথিবীর যেকোনো প্রান্তে উচ্চগতির ইন্টারনেট নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করছে। বাংলাদেশে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষায় রয়েছেন অনেক প্রযুক্তিপ্রেমী ও সাধারণ মানুষ।
সায়মা ইসলাম