ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

গুজব পরাজিত শক্তির মস্ত বড় হাতিয়ার: প্রধান উপদেষ্টা

প্রকাশিত: ১১:৫৬, ২৬ মার্চ ২০২৫

গুজব পরাজিত শক্তির মস্ত বড় হাতিয়ার: প্রধান উপদেষ্টা

ছবি:সংগৃহীত

গুজব ও মিথ্যা প্রচারণার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, "গুজব পরাজিত শক্তির সবচেয়ে বড় অস্ত্র।" মহান স্বাধীনতা দিবস (২৬ মার্চ) ও পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।  

 

 

প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে গুজব ছড়ানোর একটি অপ্রতিরোধ্য প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। দেশকে অস্থিতিশীল করতে মিথ্যা তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। তিনি সতর্ক করে বলেন, "নির্বাচন যতই ঘনিয়ে আসবে, গুজবের মাত্রা ততই ভয়াবহ রূপ নেবে। এর পেছনে কারা আছে, তা সকলের জানা।"  

তিনি জানান, গুজব প্রতিরোধে জাতিসংঘের সহায়তা চাওয়া হয়েছে। জাতিসংঘ মহাসচিব এ বিষয়ে বাংলাদেশকে সমর্থন দেওয়ার আশ্বাস দিয়েছেন।  

  

 


প্রধান উপদেষ্টা বলেন, "জুলাই অভ্যুত্থানের প্রথম ধাপ সফলভাবে শেষ হয়েছে। এখন দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। মনে রাখতে হবে, আমরা যুদ্ধের মধ্যেই আছি। গুজব এই যুদ্ধে পরাজিত শক্তির প্রধান হাতিয়ার।" তিনি জনগণকে গুজবের উৎস খুঁজে বের করতে এবং সচেতন থাকার পরামর্শ দেন।  

তিনি আরও বলেন, "গুজবকে হালকাভাবে নেওয়া যাবে না। এর পেছনে অভিজ্ঞ ষড়যন্ত্রকারীরা কাজ করছে, বিপুল অর্থ ব্যয় করা হচ্ছে। লক্ষ্য একটাই—জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করা। কিন্তু আমরা তা হতে দেব না।"  

 


ইউনূস বলেন, "পলাতক শক্তি আমাদের ঐক্য ভাঙতে চায়। তাদের কৌশল এতই সুক্ষ্ম যে, কখন আপনি তাদের খেলার পুতুল হয়ে যাচ্ছেন, তা টেরও পাবেন না। সচেতনতা ও ঐক্যবদ্ধ থাকাই একমাত্র সমাধান।"  

 

আঁখি

×