ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সেনাবাহিনী প্রধানের বাণী

প্রকাশিত: ০২:১১, ২৬ মার্চ ২০২৫

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সেনাবাহিনী প্রধানের বাণী

আজ ২৬ শে মার্চ, বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় দিন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান সেনাপ্রধান তাঁর বাণীতে দেশের জনগণ ও সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে গভীর শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপন করেছেন।

তিনি বলেন, "১৯৭১ সালের এই দিনে এদেশের মুক্তিকামী জনগণ একত্রিত হয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। দীর্ঘ নয় মাসের সংগ্রামের মাধ্যমে অর্জিত হয় আমাদের চূড়ান্ত বিজয় এবং বিশ্ব মানচিত্রে স্বাধীন দেশ হিসেবে স্থান করে নেয় আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ।"

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান আরও বলেন, "আজকের দিনে, আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেইসব অকুতোভয় বীর শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা। আমি সেনাবাহিনীর সকল শহীদদের স্মরণ করি, যারা শুধু মুক্তিযুদ্ধে নয়, স্বাধীনতার পরেও দেশের স্বার্থে জীবন উৎসর্গ করেছেন।"

তিনি তাঁর বক্তব্যে আরও উল্লেখ করেন, "বাংলাদেশ সশস্ত্র বাহিনী, তথা বাংলাদেশ সেনাবাহিনী, দেশের গর্ব ও আস্থার প্রতীক। আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য সদা প্রস্তুত রয়েছি। আমাদের বাহিনী পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন, আর্থ-সামাজিক উন্নয়ন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জাতীয় দুর্যোগ মোকাবেলা, অবকাঠামোগত উন্নয়ন, আর্তমানবতার সেবা প্রদান এবং আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে অনন্য ভূমিকা রেখে আসছে।"

সেনাবাহিনীর প্রধান তাঁর বক্তব্যে আরো বলেন, "স্বাধীনতার পরবর্তী সময়ে বাংলাদেশ সেনাবাহিনী একটি দক্ষ, সুশৃঙ্খল ও সুসংগঠিত বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করেছে। সেনাবাহিনীর আধুনিকায়ন এবং সমর সক্ষমতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমাদের সেনাবাহিনী এখন সুপ্রশিক্ষিত, দক্ষ এবং সদা প্রস্তুত।"

তিনি আরও যোগ করেন, "আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সদস্য আগামী দিনে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের মাধ্যমে দেশের সেবা করবে এবং জনগণের কল্যাণে নিবেদিত থাকবে।"

পাশাপাশি, সেনাবাহিনীর প্রধান দেশবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, "স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষে আমি দেশের সব মানুষের সুস্থ জীবন এবং সমৃদ্ধি কামনা করি। মহান আল্লাহ তায়ালা আমাদের সকলকে সহায়তা করুন।"

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের এই শুভলগ্নে, বাংলাদেশের জনগণ ও সেনাবাহিনীকে তিনি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

আফরোজা

×