
ছবি: সংগৃহীত।
আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে জনগণের নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে এবং সারাদেশে আইনশৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করবে।
পার্বত্য অঞ্চলের নিরাপত্তা জোরদার করতে ১৬টি আনসার ব্যাটালিয়নসহ সারা দেশে ৪২টি ব্যাটালিয়নের প্রতিটিতে ১ প্লাটুন করে ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া, সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ৫৫ হাজার অঙ্গীভূত আনসার সদস্য সতর্ক অবস্থানে রয়েছে। প্রয়োজনে দ্রুত পদক্ষেপ নিতে আনসার গার্ড ব্যাটালিয়নের (এজিবি) সদস্যদেরও প্রস্তুত রাখা হয়েছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান জানান, বাহিনীটি দীর্ঘদিন ধরে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সাম্প্রতিক সময়ে বাহিনীটি নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংগঠিত করতে তাদের কার্যক্রম ব্যাপকভাবে বৃদ্ধি করেছে।
ঈদযাত্রায় যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। নদীপথে নিরাপত্তা নিশ্চিতে ১৬ মার্চ থেকে ঈদ-পরবর্তী দুই দিন পর্যন্ত প্রতিটি লঞ্চে চারজন করে সাধারণ আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। একইভাবে, রেলপথে যাত্রীদের নিরাপত্তায় ২৫ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত ৬৫০ জন সাধারণ আনসার সদস্য দায়িত্ব পালন করবে।
বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের সময় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন রাখতে এবং সম্ভাব্য অপরাধমূলক কার্যকলাপ প্রতিরোধে সারাদেশে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বাহিনী সবসময় প্রস্তুত থাকবে।
নুসরাত