ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১

রাজস্ব ফাঁকি রোধে প্রধান উপদেষ্টার যে বড় সিদ্ধান্ত

প্রকাশিত: ০০:৫০, ২৬ মার্চ ২০২৫

রাজস্ব ফাঁকি রোধে প্রধান উপদেষ্টার যে বড় সিদ্ধান্ত

ছবি: সংগৃহীত

রাজস্ব সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পরিবর্তে দুটি পৃথক বিভাগ গঠনের পরিকল্পনা করা হয়েছে—একটি নীতি প্রণয়ন বিভাগ, যার নাম হবে জাতীয় রাজস্ব নীতি বোর্ড, এবং অন্যটি বাস্তবায়ন বিভাগ, যা জাতীয় রাজস্ব সংগ্রহ বিভাগ হিসেবে পরিচিত হবে।

প্রধান উপদেষ্টা জানান, এই সংস্কারের ফলে সরকারের পছন্দের ব্যক্তিরা রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ পাবেন না, যা অর্থনৈতিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতে যে কোনো সরকার এ নীতি অব্যাহত রাখবে।

মঙ্গলবার (২৫ মার্চ) মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন।

সূত্র : https://www.facebook.com/share/v/1P3piri1Wd/

আসিফ

×