ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১

তামিমকে দেখে যা বললেন আসিফ মাহমুদ

প্রকাশিত: ০০:৪০, ২৬ মার্চ ২০২৫

তামিমকে দেখে যা বললেন আসিফ মাহমুদ

ছবি সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার (২৫ মার্চ) রাতে সাভারের কেপিজে হাসপাতাল থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে ঢাকায় আনা হয়। এরপর থেকেই তাকে দেখতে হাসপাতালে ভিড় করেন ক্রীড়া অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।

রাত ১০টার পরপরই তামিমকে দেখতে এভারকেয়ার হাসপাতালে ছুটে যান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একই সময়ে সেখানে উপস্থিত হন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম ও বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

হাসপাতাল থেকে বের হওয়ার সময় ক্রীড়া উপদেষ্টা গণমাধ্যমকে বলেন, "আশা করি উনি দ্রুত রিকভার করবেন। মেন্টালি যে শক্তি দেখলাম, তারপর উনার পরিবারের সঙ্গে কথা হয়েছে। সবাই এখন স্বস্তিতে আছেন এবং ডাক্তাররা নিয়মিত দেখছেন। আশা করি খুব দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।"

আশিক

×