ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১

মোংলা বন্দরকে ‘কোল্ড পোর্ট’ বানানোর জন্য অনুরোধ করেছি: ব্রি. জে. (অব.) এম সাখাওয়াত হোসেন

প্রকাশিত: ০০:২২, ২৬ মার্চ ২০২৫; আপডেট: ০০:৩৩, ২৬ মার্চ ২০২৫

মোংলা বন্দরকে ‘কোল্ড পোর্ট’ বানানোর জন্য অনুরোধ করেছি: ব্রি. জে. (অব.) এম সাখাওয়াত হোসেন

ছবিঃ সংগৃহীত

নৌপরিবহণ, বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, মোংলা বন্দরকে সম্প্রসারণ ও আধুনিকায়নের জন্য চীনা সরকারের সঙ্গে একটি চুক্তি সম্পাদিত হয়েছে।

তিনি বলেন, "এই চুক্তিটি অনেকদিন ধরে ঝুলে ছিল। তবে আমি দায়িত্ব নেওয়ার পর এটি নিয়ে বিস্তর আলোচনা হয়েছে এবং প্রায় ১৩৮ কোটি টাকা ব্যয় কমানো সম্ভব হয়েছে। ভার্চুয়ালি হিসাব করলে প্রায় ৬০০ কোটি টাকা সাশ্রয় হয়েছে, কারণ আমরা ডলারের পরিবর্তে পুরো চুক্তিটি চীনা ইয়ানে করেছি, যা আমাদের জন্য আর্থিকভাবে সুবিধাজনক হয়েছে।"

এছাড়া, মোংলা বন্দরে কোল্ড পোর্ট স্থাপনের বিষয়ে তিনি চীনা প্রতিনিধিদের কাছে অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, "একটি কোল্ড পোর্ট স্থাপন করা হলে সেখানে শাকসবজি, মাছ ও অন্যান্য সংরক্ষণযোগ্য পণ্য রাখা সম্ভব হবে। এতে ব্যবসায়ীদের বড় ধরনের কোল্ড স্টোরেজ খোঁজার প্রয়োজন পড়বে না, বরং বন্দরের মধ্যেই এসব পণ্য সংরক্ষণ ও রপ্তানি করা যাবে। আমি চীনা কর্তৃপক্ষকে এই ধারণা দিয়েছি এবং তারা জানিয়েছে, বিশেষজ্ঞ দল পাঠিয়ে সম্ভাব্যতা যাচাই করবে।"

সূত্রঃ https://youtu.be/nNzUwbpHpq8?si=_K9zov9gQ1y2EGpj

ইমরান

×