ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১

বাংলাদেশের আম রপ্তানিতে সুখবর, চীনে যেতে পারে বিপুল পরিমাণ আম

প্রকাশিত: ০০:০৭, ২৬ মার্চ ২০২৫

বাংলাদেশের আম রপ্তানিতে সুখবর, চীনে যেতে পারে বিপুল পরিমাণ আম

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের আম চাষীদের জন্য সুখবর নিয়ে এসেছে চীন সরকার। চীনের রাষ্ট্রদূত জানিয়েছেন, আগামী মৌসুম থেকেই বাংলাদেশ থেকে আম আমদানি করার পরিকল্পনা করছে চীন। শুধু আমই নয়, আমের অন্যান্য প্রক্রিয়াজাত পণ্যও রপ্তানির সুযোগ সৃষ্টি হতে পারে।

নৌপরিবহণ, বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, চীনের আগ্রহ বাংলাদেশের আমচাষীদের জন্য একটি বিশাল বাণিজ্যিক সম্ভাবনা তৈরি করবে। বাংলাদেশে প্রচুর পরিমাণে আম উৎপাদিত হয়, যার একটি বড় অংশ বিদেশে রপ্তানি করা হয়ে থাকে। চীনের বাজার উন্মুক্ত হলে, দেশের আমচাষীরা আরও বড় পরিসরে উৎপাদন বাড়াতে উৎসাহী হবেন।

এটি বাংলাদেশের কৃষি অর্থনীতির জন্য ইতিবাচক দিক হিসেবে দেখা হচ্ছে, কারণ চীনের বিশাল বাজারে প্রবেশের ফলে কৃষকদের আয় বাড়বে এবং রপ্তানির নতুন দিগন্ত উন্মোচিত হবে।

সূত্রঃ https://youtu.be/nNzUwbpHpq8?si=ss50rwC-psxBKm4i

ইমরান

×