
ছবি: সংগৃহীত।
গণঅধিকার পরিষদের দলীয় মুখপাত্র ও উচ্চতর পরিষদের সদস্য ফারুক হাসান দাবি করেছেন যে, খুলনায় তাদের দলের সভাপতির বিরুদ্ধে করা মামলাগুলো আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মাহফুজ আলমের প্রত্যক্ষ নির্দেশে হয়েছে। আজ ২৫ মার্চ মঙ্গলবার এক সভায় তিনি এ মন্তব্য করেন।
ফারুক হাসান বলেন, গত ১৮ মার্চ গণঅধিকার পরিষদ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের উপদেষ্টা পরিষদ থেকে জাতীয় নাগরিক পার্টির দুই প্রতিনিধির পদত্যাগ দাবি করেছিল। তারা সরকারকে ১৫ দিনের আল্টিমেটাম দিয়েছিল এই বলে যে, যেহেতু সরকার নিজেদের অরাজনৈতিক দাবি করছে, তাই তাদের উপদেষ্টা পরিষদে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি থাকতে পারে না।
তিনি অভিযোগ করেন, এই দাবি জানানোর পরই প্রতিশোধমূলকভাবে খুলনায় তাদের দলের সভাপতির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ওই দিন সন্ধ্যায় আওয়ামী লীগের অনুসারী সন্ত্রাসীরা নামাজরত অবস্থায় তাদের নেতাকর্মীদের ওপর হামলা চালায় বলে তিনি দাবি করেন।
ফারুক হাসান আরও বলেন, "আমরা অতীতেও দেখেছি কারাগারে থাকা বিরোধী নেতাদের বিরুদ্ধে গায়েবী মামলা হয়েছে। এখনো একই কৌশল চলছে। ভিপি নুরুল হক নূর ঢাকায় অবস্থান করলেও তার বিরুদ্ধে খুলনায় হামলার অভিযোগ আনা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।"
তিনি সরকারকে উদ্দেশ করে বলেন, "যদি অবিলম্বে এসব মিথ্যা মামলা প্রত্যাহার করা না হয়, তাহলে গণঅধিকার পরিষদ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। একইসঙ্গে খুলনা সদর থানার ওসি মাসুমকে প্রত্যাহারের দাবি জানাচ্ছি, কারণ তিনি কোনো অনুসন্ধান ছাড়াই এই ভিত্তিহীন মামলা গ্রহণ করেছেন।"
গণঅধিকার পরিষদ হুঁশিয়ারি দিয়ে বলেছে, "শেখ হাসিনা গত ১০ বছরে গণঅধিকারকে দমন করতে পারেননি, আর নতুন করে রাজনীতিতে আসা এসব শক্তি আমাদের দাবিয়ে রাখতে পারবে না।"
সূত্র: https://www.youtube.com/watch?v=9iKxa7150xY&ab_channel=SOMOYTV
নুসরাত