ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১

আদালতের সামনে মিছিল করে বিচার করা যায় না: চিফ প্রসিকিউটর

প্রকাশিত: ২২:৪৬, ২৫ মার্চ ২০২৫

আদালতের সামনে মিছিল করে বিচার করা যায় না: চিফ প্রসিকিউটর

মোহাম্মদ তাজুল ইসলাম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, তার পদত্যাগের দাবির পেছনে একটি বিশেষ মহল উসকানি দিচ্ছে। তিনি মনে করেন, শহীদ পরিবারের স্বজনদের আবেগকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে।

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদেশ নিয়ে ব্রিফ করার সময় তিনি এসব কথা বলেন।

এর আগে, সোমবার (২৪ মার্চ) শহীদ পরিবারের স্বজনরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে মানবতাবিরোধী অপরাধের বিচার দ্রুত সম্পন্ন করার দাবিতে বিক্ষোভ করেন। সেই বিক্ষোভ থেকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের পদত্যাগের দাবিও তোলা হয়।

এ প্রসঙ্গে তাজুল ইসলাম বলেন, "যারা আমার পদত্যাগ দাবি করেছেন, হয় তারা বিষয়টি বোঝেননি, নয়তো বিশেষ মহল তাদের উসকানি দিচ্ছে। আদালতের সামনে মিছিল করে বিচার করা যায় না। বিচার একটি আইনগত প্রক্রিয়া, যা তদন্তের ওপর নির্ভরশীল।"

বিচারপ্রক্রিয়া নিয়ে চিফ প্রসিকিউটরের ব্যাখ্যা তাজুল ইসলাম জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় তদন্ত শেষ হওয়ার পরই প্রসিকিউটরের কাজ শুরু হয়। তিনি বলেন, "আমাদের কাছে (প্রসিকিউশনে) তদন্ত সংস্থা তদন্ত করে রিপোর্ট (প্রতিবেদন) দিলে চিফ প্রসিকিউটরের কাজ শুরু হয়। তদন্তের পুরো দায়িত্ব তদন্ত সংস্থার। তদন্ত সংস্থা প্রতিবেদন না দেওয়া পর্যন্ত চিফ প্রসিকিউটর কোনো মামলা শুনানির জন্য তাড়াহুড়ো করতে পারেন না।"

তিনি আরও বলেন, প্রথমে তদন্ত শেষ হতে হবে, তারপর চিফ প্রসিকিউটর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবেন, এরপর বিচারপ্রক্রিয়া শুরু হবে।

আশিক

×