ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১

জামায়াতের ইফতার উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তাদের অভিমত

যাকাতভিত্তিক অর্থনীতি কায়েম না হওয়ায় সমাজে বৈষম্য বাড়ছে

জয়পুরহাট জেলা প্রতিনিধি, ২৫ মার্চ

প্রকাশিত: ২২:৩৭, ২৫ মার্চ ২০২৫

যাকাতভিত্তিক অর্থনীতি কায়েম না হওয়ায় সমাজে বৈষম্য বাড়ছে

ছবিঃ সংগৃহীত

যাকাতভিত্তিক অর্থনীতি কায়েম না হওয়ায় রাষ্ট্র ও সমাজ জীবনে একদিকে বৈষম্য বাড়ছে, অন্যদিকে একই কারণে জনজীবনে অস্থিতিশীলতা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে চুরি-ডাকাতি, খুন-খারাবি ও নানা ধরনের অশান্তি বিরাজ করছে। তাই ইসলামী রাষ্ট্রে সকল মুসলমানদের জন্য যাকাত এবং অমুসলিমদের জন্য কর বাধ্যতামূলক করতে হবে।

মঙ্গলবার (২৫ মার্চ) জয়পুরহাট শহর জামায়াতের আয়োজনে স্থানীয় আব্বাস আলী খান মিলনায়তনে বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। শহর জামায়াতের আমীর মাওলানা আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর ডা. ফজলুর রহমান সাঈদ।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জয়পুরহাট আধুনিক হাসপাতালের তত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েল, রাষ্ট্রপক্ষের আইনজীবী শাহানুর রহমান শাহিন, জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, জামায়াত নেতা সুজাউল ইসলাম, মিজানুর রহমান, মোস্তাফিজুর রহমান প্রমুখ।

পরে জুলাই আন্দোলনে শহীদ বিশালের বাবা মাজেদুল বাশারকে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ প্রদান করেন জেলা জামায়াতের আমীর।

আলোচনা সভা শেষে জেলা আমীরের পরিচালনায় ১৯৭১, সৈরাচার বিরোধী ও জুলাই আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিলে যোগ দেন জয়পুরহাট পুলিশ সুপার আব্দুল ওয়াহাবসহ আমন্ত্রিত অতিথিগণ।
 

মারিয়া

×