
ছবি: সংগৃহীত
মানিকগঞ্জের শিবালয়ে ১৮০ লিটার বিষাক্ত স্পিরিটসহ মোবারক হোসেন সবুজ নামের এক মাদককারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ মঙ্গলবার (২৫ মার্চ) উপজেলার টেপরা বাজারে 'শশী গ্লাস ও হার্ডওয়্যার' এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
জানা যায়, মোবারক হোসেন সবুজ দীর্ঘ দিন ধরে টেপরা বাজারে 'শশী গ্লাস ও হার্ডওয়্যার' নামের একটি দোকানে মালামালের আড়ালে বিষাক্ত স্পিরিট বিক্রি করে আসছিল।
মানিকগঞ্জ জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক আহসানুল কবির বুলবুল জনকণ্ঠকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিবালয়ের টেপরা বাজারে অভিযান চালিয়ে একটি গ্লাস ও হাডওয়্যারের দোকান থেকে ১৮০ লিটার বিষাক্ত স্পিরিটসহ বিক্রেতাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক কেনা-বেচার অভিযোগ রয়েছে।
এসময় ক্ষুব্ধ এলাকাবাসী মাদককারবারি সবুজের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন জানান, বৈধ ব্যবসার আড়ালে সে নিয়মিত নিষিদ্ধ মদের ব্যবসা চালিয়ে আসছিল। তার বিষাক্ত স্পিরিট খেয়ে অনেক মানুষ অকালে মারা গেছে।
রাকিব