ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১

হোমনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা,দাউদকান্দি

প্রকাশিত: ২১:৫৩, ২৫ মার্চ ২০২৫; আপডেট: ২১:৫৭, ২৫ মার্চ ২০২৫

হোমনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

কুমিল্লার হোমনায় ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ-'২৪ এর শহীদ ও আহত গাজীদের স্মরণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(২৫ মার্চ)বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হোমনা উপজেলা ও পৌর শাখার আয়োজনে হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত  হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হোমনা উপজেলার আহবায়ক সাইদুল ইসলাম সৈকতের  সভাপতিত্বে ও সদস্য সচিব আবু ইউসুফের সঞ্চালনায় সহকারী কমিশনার(ভূমি) আহম্মেদ মোফাচ্ছের, হোমনা সার্কেল এএসপি আবদুল করিম, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জহিরুল হক (জহর), স্বাস্থ্য  ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুছ সালাম সিকদার,হোমনা সরকারি কলেজে অধ্যক্ষ মো. নজরুল ইসলাম,প্রধান শিক্ষক আমেনা বেগম,হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার,ইমাম সমিতির সভাপতি মাওলানা হাফেজ ইব্রাহিম,হোমনা উপজেলা  জামায়াতে ইসলামী সেক্রেটারী কাজী ইব্রাহিম,   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিনিয়র যুগ্ন আহবায়ক আশরাফ সরকার,পৌর কমিটির আহবায়ক ইউনুস মিয়া ও সদস্য সচিব রিয়াজুল হকসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, মুক্তিযোদ্ধা, সাংবাদিকগন এ সময় উপস্থিত ছিলেন।

পরে বৈষম্যবিরোধী  ছাত্র আন্দোলনে নিহতদের  রুহের মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতার জন্য  মোনাজাত করা হয়।

শামীম রায়হান/মেহেদী হাসান

×