
ছবি: সংগৃহীত
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে ২৮ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) সকালে উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা নদীতে শওকত হালদারসহ তার সহোযোগিরা জাল ফেললে মাছটি ধরা পড়ে।
জানা গেছে, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট সংলগ্ন আনুখার মৎস্য আড়তে নিয়ে মাছটি বিক্রি করতে আসলে উন্মুক্ত নিলামের মাধ্যমে শাহজাহান শেখ ২ হাজার ৪ শত টাকা কেজি দরে ৬৭ হাজার ২০০ টাকায় মাছটি কিনে নেয়।
মৎস্য ব্যবসায়ী মোঃ শাহজাহান শেখ বলেন, মাছটি ২ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ৬৭ হাজার ২০০ টাকা দিয়ে কিনে নেই। পরে ঢাকার এক ব্যবসায়ীর সাথে যোগাযোগ করে ২ হাজার ৫০০ টাকা কেজি দরে মোট ৭০ হাজার টাকায় মাছটি বিক্রি করেছি।
আবীর