
ছবি: সংগৃহীত
কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় ধু ধু বালুচরে একটি অজ্ঞাত মরদেহের সন্ধান পেয়েছে স্থানীয় চরবাসী। পরে খবর পেয়ে লাশটি উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার (২৫ মার্চ) সকালে বালুচরে কাজ করতে গিয়ে কয়েকজন কৃষক পুঁতে রাখা মরদেহের দু পায়ের গোড়ালির অংশ বালুর উপরে দেখতে পায়। পরে এলাকাবাসীকে জানালে তারা পুলিশকে খবর দেয়। পরে, খবর পেয়ে ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়।
ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শী আবুল কাশেম বলেন, লাশের পুরো শরীর বালির নীচে পুঁতে রাখা ছিল আর পা দুটি শুধু বাইরে। এ কারণে লাশের পরিচয় এখনও চিহ্নিত করা যায়নি।
ওসি মামুনুর রশীদ জানান, "ফুলবাড়ি ধরলা সেতু থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে, ধু ধু বালুচরে অজ্ঞাত পরিচয়ে একটি লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে রংপুর পুলিশের ক্রাইম টিমকে অবগত করা হয়েছে। আমরা ঘটনাস্থলে অবস্থান করছি। দুপুর ১ টার দিকে রংপুর থেকে পুলিশের ক্রাইম টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফুুলবাড়ি থানা পুলিশের সহযোগিতায় বালুর নিচে পুঁতে রাখা লাশ উদ্ধার করে। লাশের পরিচয় এখনো সনাক্ত করা যায়নি। সকল প্রক্রিয়া শেষ করে আগামীকাল বুধবার ময়নাতদন্তের জন্য লাশ কুড়িগ্রাম মর্গে পাঠানো হবে।
আবীর