ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১

প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ চলছে: ড. ইউনূস

প্রকাশিত: ২১:১২, ২৫ মার্চ ২০২৫

প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ চলছে: ড. ইউনূস

ছবি: সংগৃহীত

জাতির উদ্দেশে ভাষণ দেয়াকালীন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানান, আগামী নির্বাচনে বিদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ চলছে।

তার ভাষণে তিনি বলেন, শেখ হাসিনা সরকার ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়ার সময় একটি লণ্ডভণ্ড অর্থনীতি রেখে গেছে। এই পরিস্থিতি সামাল দিতে দায়িত্ব নেওয়ার পর অন্তর্বর্তী সরকার অর্থনীতি পুনরুদ্ধারে নানা উদ্যোগ নিয়েছে।

এরপর তিনি বলেন, ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরেছে এবং ক্রমান্বয়ে অর্থনীতির বিভিন্ন খাত ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে। এ সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি ৯.৩২ শতাংশে নেমে এসেছে, যা গত ২২ মাসের মধ্যে সর্বনিম্ন। আশা করছি, আগামী জুন মাসের মধ্যে এটি ৮ শতাংশের নিচে নেমে আসবে।

রেমিটেন্স প্রসঙ্গ তুলে তিনি বলেন, দেশের ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিতে স্বস্তি এনে দিয়েছে আমাদের প্রবাসী ভাই-বোনেরা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই রেমিটেন্স ধারাবাহিকভাবে বেড়েছে। ফেব্রুয়ারি মাসে রেমিটেন্স প্রবাহ রেকর্ড গড়েছে, যা ২৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ২.৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

নিরবাচনের কথা তুলে এরপর তিনি বলেন, রেমিটেন্স যোদ্ধাদের জন্য প্রক্রিয়াগত জটিলতা সহজ করা এবং দূতাবাসগুলো যেন যথাযথভাবে কাজ করে, তা নিশ্চিত করতে আমরা পদক্ষেপ নিয়েছি। এছাড়া, আগামী নির্বাচনে বিদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ চলছে।

শিলা ইসলাম

×