ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৭ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১

বর্তমান সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নিয়েছে: প্রধান উপদেষ্টা

প্রকাশিত: ২০:৫৭, ২৫ মার্চ ২০২৫; আপডেট: ২০:৫৮, ২৫ মার্চ ২০২৫

বর্তমান সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নিয়েছে: প্রধান উপদেষ্টা

ছবি: সংগৃহীত

বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নিয়েছে, জাতির উদ্দেশে ভাষণ দেয়াকালীন এমন কথা বলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

ভাষণের শুরুতে তিনি বলেন, প্রিয় দেশবাসী, পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনার উপলক্ষে আপনাদের সকলকে আমার আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সেই সঙ্গে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা। এবারের ঈদ স্মরণীয়ভাবে আনন্দদায়ক হোক এই কামনা করছি।

এরপর দ্রব্যমূল্যের কথা তুলে তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নিয়েছে। রমজান ও ঈদে বড় চ্যালেঞ্জ ছিল জিনিসপত্রের দামের লাগাম টেনে ধরা ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা। 

এছাড়াও তিনি বলেন, এই রমজানে যাতে কোনো পণ্যের দাম না বাড়ে এবং বিদ্যুৎ সরবরাহ যেন বিঘ্নিত না হয়, সেজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি।

দাম নিয়ন্ত্রণে রাখার প্রচেষ্টার কথা তুলে তিনি বলেন, রমজান মাস জুড়ে সরবরাহ চেইনের প্রতিবন্ধকতা কঠোরভাবে প্রতিহত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশের বিভিন্ন জায়গা থেকে পাওয়া তথ্যে জানা গেছে, এই রমজানে দ্রব্যমূল্য আগের তুলনায় কমেছে এবং জনগণ স্বস্তি পেয়েছে। দাম নিয়ন্ত্রণে রাখার এই প্রচেষ্টা চলমান থাকবে।

শিলা ইসলাম

×