
ছবি: সংগৃহীত
গতকাল সোমবার (২৪ মার্চ) হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তামিম ইকবাল খান। হার্টে রিং পরানোর পর তার সার্বিক অবস্থা আশাব্যঞ্জক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আজ মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে কেপিজে স্পেশালাইডজ হাসপাতালে এক সংবাদ সম্মেলনে চিকিৎসকরা জানান, 'ক্রিটিক্যাল পিরিয়ড’ পেরিয়ে তামিম এখন অনেকটাই সুস্থ আছেন।
হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী তামিমের সুস্থ হয়ে ওঠার পেছনে একজন ডাক্তারের কৃতিত্বের বেশ প্রশংসা করেছেন।
ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী বলেন, 'একজন কার্ডিওলজিস্ট হিসাবে আমি গর্বিত। আমার প্রতিষ্ঠানের একসময়ের ছাত্র, কার্ডিওলজি ডক্টর মনিরুজ্জামান মারুফ চমৎকার একটা কাজ করেছে। কাজটা দেখে আমি খুব খুশি।'
তিনি ডক্টর মনিরুজ্জামান মারুফকে নিজেদের প্রোডাক্ট উল্লেখ করে বলেন, 'ডক্টর মারুফ দেশের একজন বিশিষ্ট সন্তানকে (তামিম ইকবাল) মৃত্যুর মুখ থেকে উঠিয়ে নিয়ে আসতে পেরেছে, এই ক্রেডিট আমাদের সবার।'
ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী আরও বলেন, 'খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা, এ্যাকিউট এপিসোডটা গেছে ২২ থেকে আরও ১০ মিনিট আগে। ৩২ মিনিটের মতো তাঁকে (তামিম) কার্ডিয়াক মেসেজ দিতে হয়েছে। সেখান থেকে উঠে আসার সৌভাগ্য সবসময় হয় না। উপযুক্ত চিকিৎসা, সুচিকিৎসা, এপ্রোপ্রিয়েট চিকিৎসা পাওয়ার জন্য কিন্তু এই সৌভাগ্যটা আমরা পেয়েছি, তামিমকে ফেরত পেয়েছি।'
সূত্র: https://www.youtube.com/watch?v=Dik53itTIG8
রাকিব