
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশের শহীদ এবং আহতদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করার আহ্বান জানিয়েছেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা। তিনি বলেন, "আমাদের দেশে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের মধ্যে বেশিরভাগের নাম আমরা জানি না। দেশের বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠনগুলো সাধারণত ভাইরাল হওয়া কিংবা পরিচিত ব্যক্তিদের পরিবারকেই বেশি সম্মান দেয়, কিন্তু দেশের ৫৬ হাজার বর্গমাইল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা শহীদ বা আহতদের খোঁজ নেওয়া হয় না।"
বিন ইয়ামিন মোল্লা আরও বলেন, "রাজনীতিবিদদের এখন নোংরা রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে। মুক্তিযোদ্ধারা যেমন বাংলাদেশের বীর সন্তান, তেমনি শহীদ এবং আহতরাও বীর সন্তান। তাদের যথাযথ সম্মান জানাতে হবে। আমরা নতুন বাংলাদেশ চাই, যেখানে সংস্কার হবে, গুণগত পরিবর্তন হবে এবং বৈষম্য দূর হবে।"
তিনি বলেন, "যে সংস্কারের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না, সেই সংস্কার আমাদের প্রয়োজন নেই। নির্বাচন কমিশন এবং অন্যান্য সংস্কার নিয়ে বিভিন্ন পদ্ধতিতে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে, যা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে আমাদের যে আশা-আকাঙ্ক্ষা, প্রধান উপদেষ্টা যে দায়িত্ব পালন করছেন, তিনি বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনও পরিকল্পনা নেই, আমরা তখন আশাহত হই।"
শেষে, বিন ইয়ামিন মোল্লা স্পষ্ট ভাষায় বলেন, "শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে যারা রাজনীতি করছেন, তাদের শহীদদের পক্ষে থাকতে হবে।"
তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/v/163rrf4BWL/
মারিয়া