ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

আমাদের আবরার আজ স্বাধীনতা পদক পেয়েছেন, অনেক দিন পরে আবারও কাঁদলাম তাকে ভেবে: আসিফ নজরুল

প্রকাশিত: ২০:১৭, ২৫ মার্চ ২০২৫; আপডেট: ২২:৪৬, ২৫ মার্চ ২০২৫

আমাদের আবরার আজ স্বাধীনতা পদক পেয়েছেন, অনেক দিন পরে আবারও কাঁদলাম তাকে ভেবে: আসিফ নজরুল

ছবি: সংগৃহীত

আজ মঙ্গলবার (২৫ মার্চ) মরণোত্তর স্বাধীনতা পদক-২০২৫ পেয়েছেন শহিদ আবরার ফাহাদ। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ছিলেন। ২০১৯ সালের অক্টোবরে তাঁকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেন বর্তমানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর স্বাধীনতা পুরস্কার-২০২৫ পেলেন সাত জন। আজ মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে 'স্বাধীনতা পুরস্কার-২০২৫' তুলে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শহিদ আবরার ফাহাদের পক্ষে তাঁর মা মোছা. রোকেয়া খাতুন এই পুরষ্কার গ্রহণ করেছেন।

শহিদ আবরারের স্বাধীনতা পদক প্রাপ্তিতে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল তাঁর ফেরিফায়েড ফেসবুক পেজে আবরারের একটি ছবি পোস্ট করে লিখেছেন, 'আমাদের আবরার আজ স্বাধীনতা পদক পেয়েছেন, অনেক দিন পরে আবারও কাঁদলাম তাকে ভেবে।'

উপদেষ্টা আসিফ নজরুলের এই পোস্টের মন্তব্যের ঘরে নেটিজেনরা নানা মন্তব্য করেছেন।

একজন লিখেছেন, 'শহিদের মা শুধু নিজের সন্তানের জন্য কাঁদেন না, সমস্ত দেশের সন্তানের জন্য ভাবেন। আবরার ফাহাদের মা আজ সমগ্র বাংলাদেশের মা হয়ে গেলেন। শ্রদ্ধা ও ভালোবাসা এই অদম্য সাহসী জননীর প্রতি!'

উল্লেখ্য, এর আগে গত ১১ মার্চ রাষ্ট্রীয় সর্বোচ্চ পুরস্কারের জন্য মনোনীতদের তালিকার প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

সূত্র: https://www.facebook.com/share/p/1642hRVxgH/

রাকিব

×