ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

সেনাবাহিনীতে ক্যু নিয়ে ইন্ডিয়া টুডে’র খবর মিথ্যা ও বানোয়াট

প্রকাশিত: ২০:১২, ২৫ মার্চ ২০২৫

সেনাবাহিনীতে ক্যু নিয়ে ইন্ডিয়া টুডে’র খবর মিথ্যা ও বানোয়াট

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনী সামরিক অভ্যুত্থানের প্রস্তুতি নিচ্ছে—ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-তে প্রকাশিত এমন খবরকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

সেনাবাহিনীর জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ উদ্দেশ্যপ্রণোদিত এবং এটি দেশের সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা। 

এর আগেও, গত ১১ মার্চ, ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস ও ইন্ডিয়া টুডে-তে সেনাবাহিনীতে অভ্যুত্থানের সম্ভাবনা এবং চেইন অব কমান্ড ভাঙার অভিযোগ সংবলিত প্রতিবেদন প্রকাশ করা হয়, যা সেনাবাহিনী মিথ্যা ও পরিকল্পিত বলে প্রত্যাখ্যান করেছিল।

আজ আবারও ইন্ডিয়া টুডে একই ধরনের সংবাদ প্রকাশ করেছে, যা সাংবাদিকতার নীতি-নৈতিকতার সম্পূর্ণ পরিপন্থী বলে মন্তব্য করেছে আইএসপিআর।

সেনাবাহিনী স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, দেশের স্থিতিশীলতা নষ্ট করতে এবং বিভ্রান্তি সৃষ্টি করতে এসব গুজব ছড়ানো হচ্ছে। তাই বিভ্রান্তিকর ও ভিত্তিহীন সংবাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

শিলা ইসলাম

×