ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

কেবল শ্রমিকের পাওনা পরিশোধ করতে গেলেই তাদের কাছে টাকা থাকেনা: জুলকারনাইন সায়ের

প্রকাশিত: ১৯:৩৯, ২৫ মার্চ ২০২৫; আপডেট: ১৯:৪০, ২৫ মার্চ ২০২৫

কেবল শ্রমিকের পাওনা পরিশোধ করতে গেলেই তাদের কাছে টাকা থাকেনা: জুলকারনাইন সায়ের

জুলকারনাইন সায়ের

দেশের শিল্পপতিরা যখন বিলাসী জীবনযাপনে কোটি কোটি টাকা ব্যয় করছেন, তখন শ্রমিকদের ন্যায্য পাওনা মেটাতে তাদের টাকার অভাব দেখা দেয় বলে ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিক জুলকারনাইন সায়ের। মঙ্গলবার (২৫ মার্চ) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই বিষয়ে মন্তব্য করেন।

পোস্টটিতে তিনি লিখেছেন, আমাদের দেশের শিল্পপতিরা ৫০ লাখ টাকার গাড়ি শত-শত গুন ট্যাক্স দিয়ে ৫ কোটি টাকায় কিনতে পারেন। দেশ-বিদেশে সম্পদের পাহাড় গড়তে পারেন। হাতে কোটি টাকার ঘড়ি পড়তে পারেন। লক্ষ-লক্ষ টাকা খরচ করে বিজনেস ক্লাসে ভ্রমণ আর ফাইভ স্টারে আমোদ করতে পারেন। লাস ভেগাস আর ম‍্যাকাও গিয়ে ক্যাসিনোতে কোটি টাকা উড়িয়ে দিতে পারেন। আরব সাগর আর মেডিটেরিয়ানে ইয়ট ভাসিয়ে কামাসূত্রের দীক্ষা প্রদর্শণ করতে পারেন। নিজ সন্তানদের কোটি টাকা খরচ করে আইভি লীগ ইউনিভার্সিটি পড়ানোর পাশাপাশি সুগারড‍্যাডিও হতে পারেন। কেউ-কেউ আবার নিজেকে নায়ক বানিয়ে কোটি-কোটি টাকা অপচয় করে একটার পর একটা বস্তাপঁচা সিনেমা বানাতে পারেন।

জুলকারনাইন সায়ের আরও লিখেছেন, কেবল শ্রমিকের পাওনা পরিশোধ করতে গেলেই তাদের কাছে কোন টাকা থাকেনা, সরকারের সহায়তার আশায় গাঁইগুই করেন।

আশিক

×