ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

শ্রমিকদের বেতন-বোনাস না দেওয়ায় ১২ কারখানা মালিকের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

প্রকাশিত: ১৯:৩৩, ২৫ মার্চ ২০২৫; আপডেট: ১৯:৩৩, ২৫ মার্চ ২০২৫

শ্রমিকদের বেতন-বোনাস না দেওয়ায় ১২ কারখানা মালিকের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

শ্রমিকদের বেতন এবং বোনাস না দেওয়ার কারণে ১২টি কারখানার মালিকের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) এম শাখাওয়াত হোসেন জানিয়েছেন, যেসব মালিক শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করছেন না, তারা বাধ্য থাকবেন তাদের সম্পদ বিক্রি করে হলেও শ্রমিকদের পাওনা পরিশোধ করতে।

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফেসবুকে এই তথ্য শেয়ার করেছেন, যা এখন সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে।

এমন পরিস্থিতিতে সরকার দৃঢ় সিদ্ধান্ত নিয়েছে যে, শ্রমিকদের সঠিক বেতন-বোনাস প্রদানে অবহেলা করলে, সংশ্লিষ্ট কারখানা মালিকদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা হবে এবং তাদের সম্পদ বিক্রি করেও শ্রমিকদের পাওনা পরিশোধ করতে হবে।

এমন কঠোর পদক্ষেপের মাধ্যমে সরকার শ্রমিকদের অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ থাকার বার্তা দিয়েছে।

আবীর

×