ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

চাটখিলে সুবিধা বঞ্চিতদের মাঝে কাতার রেড ক্রিসেন্টের রমাদান ফুড প্যাকেজ বিতরণ

নিজস্ব সংবাদদাতা, চাটখিল, নোয়াখালী

প্রকাশিত: ১৯:০৭, ২৫ মার্চ ২০২৫; আপডেট: ১৯:০৮, ২৫ মার্চ ২০২৫

চাটখিলে সুবিধা বঞ্চিতদের মাঝে কাতার রেড ক্রিসেন্টের রমাদান ফুড প্যাকেজ বিতরণ

ছবি: সংগৃহীত

নোয়াখালীর চাটখিলে অসহায়, ছিন্নমূল ও সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে কাতার রেড ক্রিসেন্টের সহযোগিতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নোয়াখালী জেলা ইউনিটের রমাদান ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে চাটখিল উপজেলা পরিষদ চত্বরে চাটখিল উপজেলা যুব রেড ক্রিসেন্টের কার্যকরী কমিটির দল নেতা ফজলে রাব্বি আবিদের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান অর্ধ শতাধিক পরিবারের মাঝে ফুড প্যাকেজ বিতরণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা কৃষি কর্মকর্তা জুনায়েদ আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আক্তার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলী হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান উল্যা চৌধুরী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফারুক হোসেনসহ উপজেলা যুব রেড ক্রিসেন্টের সদস্যবৃন্দ। 

উপজেলা যুব রেড ক্রিসেন্টের কার্যকরী কমিটির দল নেতা ফজলে রাব্বি আবিদ জানান, উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা বিভিন্ন এলাকার অসহায়, ছিন্নমূল ও সুবিধা বঞ্চিত পরিবারের তালিকা করে নির্বাচিতদের মাঝে এসব ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে। প্রতিটি ফুড প্যাকেজে রয়েছে সুজি, তেল, মুড়ি, খেজুর, লবণ, বুট ও সেমাই। এসময় তিনি আরো বলেন, রেড ক্রিসেন্ট সোসাইটি বিশ্বব্যাপী নানামুখী সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করছে। এরই অংশ হিসেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে কাতার রেড ক্রিসেন্টের সহযোগিতায় এসব ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে। 

আবীর

×