
ছবি: সংগৃহীত
এবারের পহেলা বৈশাখের ‘মঙ্গল শোভাযাত্রা’য় থাকবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের ২০ ফুট দৈর্ঘ্যের একটি ভাস্কর্য। এছাড়া শোভাযাত্রায় বড় আকারে অন্তত চারটি রাজা-রানির মুখোশ, বাঘ, প্যাঁচা, পাখি, ফুল—এমন শতাধিক মুখোশ উপস্থিত থাকবে বলে জানা গেছে।
এবারের নববর্ষ উদ্যাপনের প্রতিপাদ্য হিসেবে নির্ধারণ করা হয়েছে ‘নববর্ষে ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ স্লোগানটি। আয়োজকরা জানান, শোভাযাত্রাটি এবার হবে অন্তর্ভুক্তিমূলক, যেখানে দেশের বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা তাদের সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে অংশগ্রহণ করবেন। শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে তারা প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
প্রতি বছরের মতো এবছরও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে শুরু হবে ‘মঙ্গল শোভাযাত্রা’। শোভাযাত্রার আয়োজক, ঢাবির চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজাহারুল ইসলাম শেখ জানিয়েছেন, ‘এবার প্রাথমিকভাবে বড় আকারের চারটি ভাস্কর্য রাখা হবে। এর মধ্যে একটি থাকবে আবু সাঈদের ২০ ফুট দৈর্ঘ্যের ভাস্কর্য, যেখানে তার দুই হাত প্রসারিত এবং বুক টান করে দাঁড়ানোর দৃশ্য তুলে ধরা হবে। এছাড়া থাকবে স্বৈরাচারের প্রতীকী ভাস্কর্যও।’
এদিকে, মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে কিছু আলোচনা শোনা গেলেও, সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী কিছুদিন আগে জানিয়েছিলেন, বর্ষবরণের ঐতিহ্যবাহী এই শোভাযাত্রার নাম অন্তর্বর্তী সরকার পরিবর্তন করতে পারে। তবে গতকালের বৈঠক শেষে তিনি জানিয়েছেন, নাম পরিবর্তন নিয়ে কোনো আলোচনা হয়নি।
শিহাব