
ছবি: সংগৃহীত
গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা প্রশাসনের মাসিক আইন-শৃঙ্খলা সভা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভার আয়োজন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাউছার আহাম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আইনশৃঙ্খলা বিষয়ক বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার ভূমি দিল আফরোজ, কালিয়াকৈর থানার সাব-ইন্সপেক্টর শহিদুর রহমান, উপজেলা প্রকৌশলী আব্দুল বাসেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার লুৎফর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসার নাসরিন আরা পোষণ, মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আহসান মিয়াসহ উপস্থিত সাংবাদিকবৃন্দ।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহমেদ বলেন সামনে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে উপজেলার বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা প্রদান করেন।
বিশেষ করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় ও কালিয়াকৈর সাহেববাজার বাইপাস এলাকায় যাতে কোনোভাবেই যানবাহন রাস্তার উপরে দাঁড় করিয়ে যাত্রী উঠানো নামানো করতে না পারে তার জন্য থানা পুলিশসহ হাইওয়ে পুলিশকে কড়া নির্দেশনা প্রদান করেন।
এসব স্থানে রাস্তার উপর গাড়ি দাঁড় করিয়ে যাত্রী উঠানো নামানো করে কোনভাবেই উত্তরবঙ্গের যাত্রীদের যাতায়াতে কোনরকম বিঘ্ন সৃষ্টি করা যাবেনা। এ বিষয়ে সভায় উপস্থিত সকলের সার্বিক সহযোগিতা করার জন্য আহ্বান জানান।
আবীর