
গুরুতর অসুস্থ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে দেখতে ও তার শারীরিক অবস্থার খোঁজ নিতে রাজধানীর সাভারে কেপিজে স্পেশালাইজড হাসপাতালে গিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও চিকিৎসক নেতা ডা. জাহিদুল বারী। তিনি আজ দুপুরে কেপিজে হাসপাতালে আসলে সিসিইউতে তামিম ইকবালের চিকিৎসকবৃন্দ তার কাছে তামিম ইকবালের স্বাস্থ্যের বর্তমান অবস্থার বর্ণনা করেন।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডা. জাহিদুল বারী বলেন, তামিম ইকবাল এদেশের জাতীয় সম্পদ। তাঁর অসুস্থতার খবর পেয়ে এনসিপির আহ্বায়ক ও চব্বিশের বিপ্লবের রূপকার নাহিদ ইসলামের আহ্বানে তিনি দলের পক্ষ থেকে তামিমকে দেখতে এসেছেন।
ডা. জাহিদুল বারী আরো বলেন জাতীয় নাগরিক পার্টি তামিম ইকবালের সাথে থাকবে এবং তামিম ইকবালের সুস্থতার জন্য দেশবাসীর নিকট দোয়া চান ডা. জাহিদুল বারী।
আফরোজা