ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১

বাংলাদেশে ইসলামি চরমপন্থি হামলার অভিযোগ এনে প্রশ্ন, জবাবে যা বললেন মার্কিন পররাষ্ট্র মুখপাত্র

প্রকাশিত: ১৬:৪১, ২৫ মার্চ ২০২৫; আপডেট: ১৬:৪১, ২৫ মার্চ ২০২৫

বাংলাদেশে ইসলামি চরমপন্থি হামলার অভিযোগ এনে প্রশ্ন, জবাবে যা বললেন মার্কিন পররাষ্ট্র মুখপাত্র

ছবি: সংগৃহীত

স্থানীয় সময় সোমবার (২৪ মার্চ) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিং এ উঠে এসেছে বাংলাদেশ প্রসঙ্গ। ব্রিফিং এ এক প্রশ্নকারী বাংলাদেশে ইসলামিক চরমপন্থী হামলার অভিযোগ এনে প্রশ্ন করেন, ‘বাংলাদেশকে আরেকটি আফগানিস্তানে পরিণত হওয়া থেকে রোধ করতে যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নিচ্ছে?’

তবে এই প্রশ্নের কোনো সরাসরি জবাব দেননি মার্কিন পররাষ্ট্র দপ্তরের নবনিযুক্ত মুখপাত্র ট্যামি ব্রুস।

ট্যামি ব্রুস বলেন, ‘আমরা এসব প্রশ্নের মুখোমুখী হই। আমি মনে করি, আমরা অন্যান্য দেশগুলোর ইস্যু কীভাবে পরিচালনা করি, তাদের বন্ধু হিসেবে বিবেচনা করলে তাদের কাছ থেকে আমরা কী আশা করি। অর্থাৎ কূটনৈতিক পরিস্থিতির দিকে ফিরে যাই।’

প্রশ্নকারীর প্রশ্নের জবাবে তিনি আরও জানান, ‘সৌভাগ্যবশত আমাদের একটি প্রশাসন এবং একজন পররাষ্ট্রমন্ত্রী আছেন, যিনি কূটনৈতিক সমাধানের প্রতি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়াও মার্কিন প্রেসিডেন্ট বিষয়গুলোকে গুরুত্ব সহকারে নেন।’

 

সূত্র: https://www.youtube.com/watch?v=gLMlT0UXdqg

রাকিব

×