
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিং এ উঠে এসেছে বাংলাদেশ প্রসঙ্গ। ব্রিফিং এ এক প্রশ্নকারী বাংলাদেশে সাংবাদিক গ্রেফতার ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন করেন। তবে প্রশ্নের কোনো সরাসরি জবাব দেননি মার্কিন পররাষ্ট্র দপ্তরের নবনিযুক্ত মুখপাত্র ট্যামি ব্রুস।
স্থানীয় সময় সোমবারের ব্রিফিং এ মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুসের কাছে এক প্রশ্নকারী প্রশ্ন করেন, ‘অন্তর্বর্তী সরকারের অধীনে সাংবাদিকের বেআইনি কারাদণ্ডের বিষয়টি কীভাবে মোকাবেলা করা হচ্ছে এবং বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা সমুন্নত রাখার জন্য যুক্তরাষ্ট্র কীভাবে কাজ করছে?’
জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নবনিযুক্ত মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, ‘আমরা এসব প্রশ্নের মুখোমুখী হই। আমি মনে করি, আমরা অন্যান্য দেশগুলোর ইস্যু কীভাবে পরিচালনা করি, তাদের বন্ধু হিসেবে বিবেচনা করলে তাদের কাছ থেকে আমরা কী আশা করি। অর্থাৎ কূটনৈতিক পরিস্থিতির দিকে ফিরে যাই।’
তিনি আরও জানান, ‘সৌভাগ্যবশত আমাদের একটি প্রশাসন এবং একজন পররাষ্ট্রমন্ত্রী আছেন, যিনি কূটনৈতিক সমাধানের প্রতি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়াও মার্কিন প্রেসিডেন্ট বিষয়গুলোকে গুরুত্ব সহকারে নেন।’
সূত্র: https://www.youtube.com/watch?v=gLMlT0UXdqg
রাকিব